সেরা দশে মিরাজ-মোস্তাফিজ

২৭ জানুয়ারী ২০২১

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি কর্তৃক সর্বশেষ প্রকাশিত বোলিং র‍্যাংকিংয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন পেসার মোস্তাপিজুর রহমান ও স্পিনার মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে হালনাগাদকৃত এ তালিকায় তাদের নাম উঠে এসেছে।

বুধবার আইসিসি ওয়ানডে বোলিং র‍্যাংকিংয়ের এ তালিকা প্রকাশ করে।

বোলিং র‍্যাংকিংয়ের ১৩ নম্বরে থেকে সিরিজটি শুরু করেছিলেন ডানহাতি অফস্পিনার মিরাজ। তিন ম্যাচে ৭ উইকেট নেয়ার সুবাদে তিনি এগিয়েছেন ৯ ধাপ। বর্তমানে অবস্থান করছেন ক্যারিয়ার সেরা ৪ নম্বরে। এছাড়া ১১ ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে এসেছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। সিরিজে তার শিকার ছিল ৬ উইকেট।

সেরা দশে না এলেও মিরাজ-মোস্তাফিজের চেয়ে বড় লাফ দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের প্রত্যাবর্তনী সিরিজে তিন ম্যাচে ৬ উইকেট নিয়ে তিনি এগিয়েছেন ১৫ ধাপ, বর্তমানে অবস্থান করছেন ১৩ নম্বরে।


মন্তব্য
জেলার খবর