মন্তব্য
করোনাভাইরাস মহামারি, সন্ত্রাস, হামলা, সহিংসতার আশঙ্কা থাকায় পাকিস্তান ও আফগানিস্তান ভ্রমণে নতুন করে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।
গত সোমবার ওইসব দেশের মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে সতর্কতা সংক্রান্ত নির্দেশনা হালনাগাদ করা হয়েছে। এ অঞ্চলের আরেক দেশ ভারতে অবশ্য গত ছয় মাস ধরেই তাদের ভ্রমণ নিষেধাজ্ঞা চলছে।
মার্কিনিদের নতুন নির্দেশনায় পাকিস্তানের ক্ষেত্রে বলা হয়েছে, করোনা মহামারি, সাম্প্রদায়িক সহিংসতা ও সন্ত্রাসের কারণে দেশটি ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। পাকিস্তান ভ্রমণের ক্ষেত্রে তৃতীয় মাত্রার স্বাস্থ্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।