ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত ইসরাইল

২৮ জানুয়ারী ২০২১

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে ইসরায়েল নতুন পরিকল্পনা শুরু করেছে বলে জানিয়েছেন দেশটির শীর্ষ সেনা কর্মকর্তা। তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তিতে ফিরলে সেটি মস্ত বড় ভুল হবে বলেও সতর্ক করেছেন তিনি।

মার্কিন পররাষ্ট্রনীতি নিয়ে ইসরায়েল থেকে এধরনের মন্তব্য খুবই বিরল। এটি নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য মধ্যপ্রাচ্য নীতি নিয়ে ইসরায়েলের একটি সতর্কবার্তা বলে মনে করছেন অনেকে।

মঙ্গলবার তেল আবিব ইউনিভার্সিটির একটি অনুষ্ঠানে বক্তব্যকালে ইসরায়েলি লেফটেন্যান্ট জেনারেল আবিব কোহাবি বলেছেন, ২০১৫ সালের পরমাণু চুক্তিতে ফেরা অথবা কিছুটা পরিমার্জন করে একই ধরনের চুক্তি হওয়া কৌশলগত দিক থেকে খারাপ এবং ভুল।

রয়টার্স


মন্তব্য
জেলার খবর