ফিলিস্তিন-ইসরাইল ইস্যুতে বাইডেনের প্রস্তাব

২৮ জানুয়ারী ২০২১

জাতিসংঘে নিয়োজিত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিনিধি রিচার্ড মিলস বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য নীতি হবে ‘পারষ্পরিক সম্মতির ভিত্তিতে দ্বি-রাষ্ট্র সমাধান, যেখানে একটি টেকসই ফিলিস্তিন রাষ্ট্রের পাশে ইসরায়েল শান্তিপূর্ণভাবে ও নিরাপদে থাকবে।’ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে মিলস এসব কথা বলেন। 

এ প্রসঙ্গে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, ‘প্রেসিডেন্ট মনে করেন দ্বি-রাষ্ট্র সমাধানই এগিয়ে যাওয়ার একমাত্র পথ।’

মিলস জানান, বাইডেন প্রশাসন ফিলিস্তিনকে দেয়া সাহায্য পুনরায় চালু ও কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে চান যা ট্রাম্প প্রশাসন বন্ধ করে দিয়েছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিস্তিনি নেতৃত্ব ও ফিলিস্তিনি জনগণের সম্পর্ক উন্নত হওয়ার বিষয়গুলোও এতে অন্তর্ভূক্ত হবে। সাবেক প্রশাসনের দ্বারা বন্ধ হয়ে যাওয়া ফিলিস্তিনি জনগণের অর্থনৈতিক ও মানবিক উন্নয়নে অর্থ সাহায্য প্রকল্প এবং কূটনৈতিক সম্পর্ক আবার চালু করতে প্রেসিডেন্ট বাইডেনের অবস্থান সুস্পষ্ট।’

 


মন্তব্য
জেলার খবর