মন্তব্য
দি হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইউক্রেনে সম্ভাব্য যুদ্ধাপরাধের তথ্যপ্রমাণ সংগ্রহ করা শুরু করেছে। আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান বলেন, ৩৯টি দেশের পক্ষ থেকে জানানো এক আহ্বানের পর তদন্ত শুরু হয়েছে।
যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ ও গণহত্যার অভিযোগগুলো এ তদন্তের অন্তর্ভুক্ত হবে এবং ২০১৪ সালে রাশিয়ার ক্রাইমিয়াকে নিজের অঙ্গীভূত করার ঘটনাটিও এর আওতায় পড়বে।
রাশিয়া বা ইউক্রেন কেউই আইসিসির সদস্য নয়, তবে কিয়েভ এ আদালতের বিচারিক ক্ষমতাকে মেনে নিয়েছে।
সূত্র: বিবিসি