শব্দদূষণ নিয়ন্ত্রণের নির্দেশ

২৮ জানুয়ারী ২০২১

সচিবালয়ের চারপাশসহ সারাদেশের শব্দদূষণ নিয়ন্ত্রণে  কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী  শাহাব উদ্দিন। বলেছেন, এই বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখতে চান তিনি। বুধবার (২৭ জানুয়ারি)  মন্ত্রণালয়ের ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-র বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত মাসিক সভায় এই নির্দেশনা দেন।

অনলাইনে সভায় পরিবেশমন্ত্রীই সভাপতিত্ব করেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব জিয়াউল হাসান, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. একেএম রফিক আহাম্মদ, বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরীসহ বিভিন্ন দফতরের প্রধান ও বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা  অংশ নেন। এসময় শব্দদূষণ রোধে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় হাইড্রোলিক হর্ন বন্ধে ফলপ্রসূ পদক্ষেপ নেওয়ারও নির্দেশনা দেন  পরিবেশমন্ত্রী।

 

এমআই


মন্তব্য
জেলার খবর