মন্তব্য
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলীর স্টেন্ট বসানো হয়েছে। বৃহস্পতিবার বিকালে সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। তারপরেই দুটি স্টেন্ট বসানো হয়েছে তার হৃদযন্ত্রে।
সৌরভকে 'ড্রাগ ইলিউটিং' স্টেন্ট দেওয়া হয়েছে। দুপুরে সৌরভকে হাসপাতালের ক্যাথ ল্যাবে নিয়ে যাওয়া হয়। বিকাল ৩.১০ মিনিটে অ্যাঞ্জিওপ্লাস্টি শুরু হয়। শেষ হতে পৌনে পাঁচটা বেজে যায়।
প্রখ্যাত চিকিৎসক দেবী শেঠি এবং অশ্বিন মেহতার তত্ত্বাবধানে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। হাসপাতাল থেকে বেরিয়ে দেবী শেঠি জানান, 'পুরো প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সৌরভের অবস্থা স্থিতিশীল। কোনো সমস্যা হয়নি।'