সূচক ও লেনদেনে পতন

০৪ মার্চ ২০২২

বৃহস্পতিবার (৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতন দেখা গেছে। দুই এক্সচেঞ্জেই আগের  কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন। তবে আশার খবর উভয় এক্সচেঞ্জেই সিংহভাগ কোম্পানির মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট দর বেড়েছে।

ডিএসইর দিকে তাকালে দেখা যায়- তিন সূচকের মধ্যে ডিএসইএক্স ৩ দশমিক ৩১ পয়েন্ট কমে ৬ হাজার ৬৯৬ দশমিক ৫২ পয়েন্টে, ডিএসইএস  ১ দশমিক ৪৩ পয়েন্ট কমে এক হাজার ৪৪১ দশমিক ৯৯ পয়েন্টে ও ডিএস৩০ সূচক ৭ দশমিক ৫৬ পয়েন্ট কমে দুই হাজার ৪৬২ দশমিক ৯৪ পয়েন্টে দাঁড়ায়।

৩৭৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৬৪টির, কমেছে ১৪০টির এবং বাকি ৭৫টির  অপরিবর্তিত ছিল।  লেনদেন কমেছে ১১ কোটি ৫০ লাখ টাকা, লেনদেন হয় ৬৪৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৫৬ কোটি ৬ লাখ টাকার।

বৃহস্পতিবার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে। লেনদেনের তালিকায় টাকার অঙ্কে  সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড শীর্ষে থাকে, ৬৩ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আর ৮ দশমিক ০৫ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ওঠে হা ওয়েল টেক্সটাইল লিমিটেড।

অন্যদিকে সিএসইতে দুই সূচকের মধ্যে সিএসসিএক্স ১৬ দশমিক ৯০ পয়েন্ট কমে ১১ হাজার ৭৪৬ দশমিক ৩৭ পয়েন্টে ও সিএএসপিআই ২৬ দশমিক ৪১ পয়েন্ট কমে ১৯ হাজার ৫৭২ দশমিক ০২ পয়েন্টে অবস্থান করে। ২৮২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১১৩টির এবং ৫১টির  অপরিবর্তিত ছিল। লেনদেন হয় ২০ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল ২৪ কোটি ৮১ লাখ টাকা।

এমকে


মন্তব্য
জেলার খবর