মন্তব্য
ইন্দোনেশিয়ার একটি শরণার্থী শিবির থেকে শতাধিক রোহিঙ্গা নিখোঁজ হয়েছে। তাদের প্রতিবেশী দেশ মালয়েশিয়ায় পাচার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গত বছরের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রায় ৪০০ রোহিঙ্গাকে উদ্ধার করে লোকসুমাওয়ে এলাকার একটি শরণার্থী শিবিরে রেখেছিল ইন্দোনেশীয়া কর্তৃপক্ষ।
তবে চলতি সপ্তাহে দেখা গেছে, সেখানে এখন মাত্র ১১২ জন রোহিঙ্গা রয়েছেন। বাকিরা কবে কোথায় গেছেন তা জানে না শরণার্থীদের দেখভালের দায়িত্বে থাকা জাতিসংঘ কিংবা স্থানীয় কর্তৃপক্ষও।
আলজাজিরা