মন্তব্য
মিয়ানমারে সেনাবাহিনী গত নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তুলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। একই সঙ্গে তারা সরকারকে হুমকি দিয়েছে, যদি তাদের দাবি পূরণ না হয় তবে অভ্যুত্থান হতে পারে। এ ছাড়া রায় প্রত্যাখ্যান করে তারা 'ব্যবস্থা নেবে' বলেও জানায়।
গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন তুন এই হুমকি দেন।
ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তুন বলেন, ‘নভেম্বরের নির্বাচনে জালিয়াতি হয়ে থাকতে পারে, যে নির্বাচনে অং সান সু চির দল ‘ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি’ (এনএলডি) বিপুল ব্যবধানে জিতেছিল। তারা যদি সমাধান না করে, তাহলে সংবিধান ও বিদ্যমান আইন অনুযায়ী আমরা পদক্ষেপ নেব। আমরা সুপ্রিম কোর্টে যাওয়াসহ সম্ভাব্য সব পদক্ষেপ নেব। ’
রয়টার্স ও ইয়াহু নিউজ