তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তা পারমাণবিক যুদ্ধই হবে: লাভরভ

০৪ মার্চ ২০২২

যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, তাহলে তা হবে পারমাণবিক যুদ্ধ বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ। মস্কোয় এক সংবাদ সম্মেলনে লাভরভ একথা বলেছেন।

 

লাভরভ বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনই বলেছেন (রাশিয়ার ওপর) নিষেধাজ্ঞা আরোপের একমাত্র বিকল্প হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আর তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তা পারমাণবিক যুদ্ধই হবে।

 

তিনি আরো বলেন, রুশ জনগণের মাথায় এসব চিন্তা ঘুরছে না বরং পশ্চিমা রাজনীতিবিদদের মাথায়ই ঘুরছে।

 

ইউক্রেনের সরকার একটি নব্য-নাৎসী শাসকচক্র উল্লেখ করে তিনি আরো বলেন, তাদের ‘গ্যাং’গুলো মারিউপোলসহ বিভিন্ন শহরে লুটপাট চালাচ্ছে, বেসামরিক মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে। তবে এসব দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

 

রুশ পররাষ্ট্রমন্ত্রী এ ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রকে নেপোলিয়ন ও হিটলারের সাথে তুলনা করেন, এবং বলেন, নেপোলিয়ন ও হিটলারের যেমন ইউরোপকে পদানত করার লক্ষ্য ছিল, এখন আমেরিকানরা তাই করছে।

 

সূত্র: বিবিসি


মন্তব্য
জেলার খবর