মন্তব্য
গর্ভপাত নিষিদ্ধ করে নতুন আইন পাস করেছে পোল্যান্ড সরকার। আইন করে জানানো হয়েছে ধর্ষণ বা মায়ের প্রাণহানির মতো গুরুতর ঘটনা ঘটলেই কেবল গর্ভপাত করানো যাবে অন্যথায় নয়।
সরকারের এই আইনের প্রতিবাদে রাস্তায় নেমেছেন দেশটির সাধারণ মানুষ। বিক্ষোভে উত্তাল পোল্যান্ডের রাজধানী ওয়ারশসহ অন্যান্য শহর।
বিক্ষোভকারীদের দাবি গর্ভপাতের সিদ্ধান্ত ব্যক্তিগত হওয়া উচিত। কোনোভাবেই রাষ্ট্র এতে হস্তক্ষেপ করতে পারে না। কোনো দম্পতি বা বাবা-মা যদি গর্ভপাত করাতে চান, তবে সেই অধিকার তাদের থাকা উচিত।
দ্যা নিউ ইয়র্ক টাইমস