ধর্ষণের পর ধর্মান্তকরণের চাপ!

২৯ জানুয়ারী ২০২১

ভারতের উত্তরপ্রদেশের বালিয়ায় এক কিশোরী ধর্ষণের অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। এরপর তার বাবা ধর্ষিতার পরিবারকে ধর্মান্তকরণের জন্য চাপ দেন বলে অভিযোগ। অভিযুক্ত সেই বাবা এবং ছেলেকে গ্রেফতার করেছে যোগী রাজ্যের পুলিশ।

১৪ বছরের ওই কিশোরী যখন বাড়িতে একা ছিল, তখন তাকে ধর্ষণ করেন ২১ বছরের ওই তরুণ। একই সঙ্গে ওই ঘটনার ভিডিও করে রাখা হয়। পরে, সেই ভিডিও দেখিয়ে যৌন সম্পর্কের জন্য আবার হুমকি দেওয়া হয়।

মেয়েটি তার পরিবারকে ঘটনাটি জানায়। নির্যাতিতার বাবা অভিযুক্তের বাবাকে ঘটনার কথা জানিয়ে ভিডিও মুছে দেওয়ার জন্যও অনুরোধ করেছিলেন। কিন্তু তরুণের বাবা মেয়েটির পরিবারকে ধর্মান্তকরণের জন্য চাপ দেন। বলেন, ধর্মান্তরিত হলে তিনি বা তার ছেলে নির্যাতিতাকে বিয়ে করবেন। 

আনন্দবাজার পত্রিকা


মন্তব্য
জেলার খবর