বিছানায় বৃদ্ধকে খুবলে খেল বাঘ!

২৯ জানুয়ারী ২০২১

মানসিক সমস্যায় ভোগা এক অন্ধ বৃদ্ধকে খাটের সঙ্গে বেধে রেখেছিলেন আত্মীয়রা। ভোরের অন্ধকারে সেই বৃদ্ধকে খুবলে খেল চিতাবাঘ কোনও ভাবেই প্রতিরোধের সামান্য চেষ্টাও করতে পারেননি তিনি। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ভারতের গুজরাটের গির অরণ্য সংলগ্ন ডালখানিয়া রেঞ্জের এক খামারে। 

৭৫ বছরের ওই বৃদ্ধের নাম মনু সাভালিয়া। তিনি গুজরাটের অমৃতপুর গ্রামের বাসিন্দা। জন্ম থেকে অন্ধ মনু মানসিক সমস্যার জন্য আক্রমণাত্মক হয়ে উঠতেন মাঝে মাঝেই। কামড়ে দিতেন গ্রামবাসীদের। সেই কারণেই তাঁর পরিবারের সদস্যরা তাঁকে খাটের সঙ্গে বেঁধে রেখেছিলেন।


মন্তব্য
জেলার খবর