এসব জাতের ধান চাষে উৎপাদন বহুগুণ বাড়বে

২৯ জানুয়ারী ২০২১

ব্রি-৮৭ ও বিনা-১৬ জাতের ধান চাষ করতে পারলে একই জমি থেকে ধান উৎপাদন বহুগুণ বাড়বে।ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণে ধানের উৎপাদন বাড়াতে হবে।এই কথা বলেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভায়  এই কথা বলেন। অনলাইনে এই সভায় সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের নিজ দফতর থেকে অংশ নেন কৃষিমন্ত্রী।

কৃষিমন্ত্রী জানান, বাংলাদেশ রাইস রিসার্স ইনস্টিটিউট (ব্রি) ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত অনেকগুলো ভালো জাত রয়েছে। বিশেষ করে ব্রি-৮৭ ও বিনা-১৬ জাতের ধান দ্রুত কৃষকের কাছে জনপ্রিয় করতে হবে। এজন্য সম্বনিত কর্মসুচি গ্রহণে কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

সভায়  কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. মেসবাহুল ইসলাম,অতিরিক্ত সচিব আবদুর রৌফ, হাসানুজ্জামান কল্লোল, রুহুল আমিন তালুকদার, যুগ্মসচিব রেজাউল করিম এবং সংস্থা প্রধানসহ প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।  সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় কৃষি মন্ত্রণালয় ।

 

এমআই


মন্তব্য
জেলার খবর