দুর্নীতিতে  ২ ধাপ অবনতি বাংলাদেশের

২৯ জানুয়ারী ২০২১

২০১৯ সালের তুলনায় গত বছরে দুর্নীতির বিশ্ব স্কোরে সর্বনিম্ন থেকে গণনা অনুযায়ী দুই ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের অবস্থান। তবে দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২০-এ বাংলাদেশের স্কোর (২৬) অপরিবর্তিত রয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সংবাদ বিজ্ঞপ্তিটিতে জানানো হয়, বৈশ্বিক গড় স্কোরের (৪৩) তুলনায় গত বাংলাদেশের স্কোর যেমন উল্লেখযোগ্যভাবে কম, তেমনি ২০১৯ সালের মতোই বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় সর্বনিম্ন স্কোর ও অবস্থানে থাকায় দেশে দুর্নীতির ব্যাপকতা ও গভীরতা এখনও উদ্বেগজনক। করোনা প্রেক্ষাপটে এর ভয়াবহতা ও বিস্তৃতি প্রকটভাবে প্রকাশ পেয়েছে। তাই দুর্নীতির বিরুদ্ধে ‘শুধুই প্রতিশ্রুতি’ কিংবা ‘অস্বীকারের সংস্কৃতি’ আর ‘স্বল্প পরিসরের অভিযানের’ বাইরে গিয়ে আরও বিস্তৃত, কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সরকারের কাছে জোর দাবি জানিয়েছে টিআইবি।

 

এমআই


মন্তব্য
জেলার খবর