সহনীয় চালের দাম: সংসদে খাদ্যমন্ত্রী

২৯ জানুয়ারী ২০২১

সরকার পদক্ষেপ নেওয়ায় দেশের বাজারে  চালের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। কৃষক ধানের ন্যায্যমূল্য পেয়েছেন। জাতীয় সংসদকে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এই কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। চলমান অধিবেশনে রাষ্ট্রপতি প্রদত্ত ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এই কথা বলেন।  অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সাধান চন্দ্র মজুমদার আরও বলেন, চালের দাম সহনীয় রাখতে ৩১৪টি বিক্রয়কেন্দ্রে ন্যায্য মূল্যে চাল বিক্রি করছে সরকার। কৃষকরা যাতে লাভবান হয়, ধানের ন্যায্য মূল্য পায়, মধ্যস্বত্বভোগীর হাতে জিম্মি না হয়, এজন্য কৃষকের কাছ থেকে সরাসরি লটারি ও অ্যাপসের মাধ্যমে ধান কেনা হচ্ছে।

 

এমআই


মন্তব্য
জেলার খবর