পাবনা প্রতিনিধি:
পাবনায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১২টি ইজিবাইক, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেফতাররা ইজিবাইক ছিনতাই চক্রের সদস্য ও এ হত্যাকাণ্ডে জড়িত এবং জব্দকৃত ইজিবাইকগুলো ছিনতাই করা বলে জানিয়েছেন পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। শুক্রবার (৪ মার্চ) দুপুরে পাবনা সদর থানায় এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন মহিবুল ইসলাম খান।
পুলিশ সুপার জানান, গত ফেব্রুয়ারি মাসে রইচ উদ্দিন নামের এক চালককে হত্যা করে তার ইজিবাইক ছিনতাই করা হয়। এ ঘটনার তদন্তের সূত্র ধরে হত্যাকাণ্ড ও ছিনতাইয়ের সন্দেহভাজন মাস্টার মাইন্ড সুমন শেখকে বৃহস্পতিবার রাতে ঈশ্বরদী থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাবনা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ ও নাটোর থেকে রইচ উদ্দিনের ইজিবাইকসহ মোট ১২টি ইজিবাইক জব্দ করা হয় এবং ওই ৭ জনকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
রিজভী জয়/এমকে