সমকামিতার দায়ে প্রকাশ্যে বেত্রাঘাত

২৯ জানুয়ারী ২০২১

ইন্দোনেশিয়ার রক্ষণশীল আচেহ প্রদেশে দুই যুবককে যৌনকর্মে লিপ্ত হওয়ার দায়ে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়েছে। বৃহস্পতিবার আচেহ’র রাজধানী বেন্ডা আচেহতে মাস্ক পরা এক কর্মকর্তা জনসম্মুখে ওই দুই ব্যক্তির প্রত্যেককে ৭৭টি করে বেত্রাঘাত করে।

শাস্তি পাওয়া দুই ব্যক্তির একজনের বয়স ২৭ ও অপরজনের বয়স ২৯। বেত্রাঘাত করার সময় তারা ব্যথায় কেঁপে উঠছিলেন। শাস্তি প্রদানের সময় বিরতি দেয়া হয় এবং পুনরায় বেত্রাঘাত শুরুর আগে দুই ব্যক্তিকে পানি পানের অনুমতি দেয়া হয়। শাস্তি পাওয়া একজনের মা এই দৃশ্য দেখে অজ্ঞান হয়ে পড়েন।

২০১৫ সালে আচেহতে সমকামিতা নিষিদ্ধ হওয়ার পর থেকে এ পর্যন্ত তৃতীয়বার সমকামী পুরুষদের শাস্তি দেয়া হলো। 

বিবিসি ও এএফপি


মন্তব্য
জেলার খবর