আধঘণ্টায় ৩০ কেজি কমলা খেলেন ৪ জন

২৯ জানুয়ারী ২০২১

দক্ষিণ চীনের ইউনান প্রদেশে বিমানযাত্রী চার যুবকের মালপত্রের সঙ্গে ছিল একটি বাক্স, যাতে ছিল অনেকগুলো কমলালেবু। সেই লেবুর ওজন হয়েছিল ৩০ কেজি। এটাই ছিল তাদের মালপত্রের মধ্যে বাড়তি। যার জন্য বিমানে তাদের অতিরিক্ত ভাড়া দিতে হতো।

বিমানবন্দরে পৌঁছে তারা জানতে পারেন, তাদের এই মালপত্রের জন্য অতিরিক্ত ৩০০ ইউয়ান দিতে হবে। যা তারা দিতে ইচ্ছুক ছিলেন না। ফলে তারা লাগেজের ওজন কমানোর সিদ্ধান্ত নেন। আর পরিকল্পনা করা মাত্রই শুরু করেন একের পর এক কমলালেবু খাওয়া। মাত্র আধঘণ্টায় তারা ৩০ কেজি কমলা লেবু খেয়ে ফেলেন।


মন্তব্য
জেলার খবর