হরিণকে বন্ধু বানিয়ে ফিরল শিশু!

২৯ জানুয়ারী ২০২১

সম্প্রতি সন্তানসহ ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ম্যাসানুটেন রিসোর্টে গিয়েছিলেন  স্টেফানি ব্রাউন। গত মঙ্গলবার তিনি ঘরের ভেতর টুকিটাকি কাজ করছিলেন, আর তার চার বছরের শিশু ছেলে ডমিনিক বাইরে খেলছিল।

কিছুক্ষণ পর দরজার সামনে পদধ্বনি শুনে তাকাতেই বিস্ময়ে চরম ধাক্কা খান স্টেফানি। কারণ তার ছেলের সঙ্গে এসেছে একটি হরিণশাবক।

স্টেফানি ব্রাউন জানান, ঘটনার সময় তিনি ফ্রিজ থেকে খাবার বের করছিলেন। কিন্তু দরজায় ডমিনিকের পাশে হরিণটিকে দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যান। বুঝতে পারছিলেন না কী করবেন। পরে দ্রুত মোবাইল ফোন নিয়ে ‘দুই বন্ধুর’ কিছু ছবি তুলে রাখেন।

এনডিটিভি


মন্তব্য
জেলার খবর