পেসারদের বিকল্প নেই: আকরাম খান

৩০ জানুয়ারী ২০২১

টেস্টে ভালো করতে হলে পেসারদের বিকল্প নেই। তাই পেস ইউনিটটা শক্তিশালী করে গড়তে উইকেটসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর পরিকল্পনা আছে বিসিবির। জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আলোচনায় আসা তরুণ পেসারদের মূল্যায়ন করতে ঘরোয়া লংগার ভার্সনে চোখ রাখা হবে বলেও মন্তব্য করেছেন আকরাম।

আকরাম খান বলেন, টেস্টে কিন্তু আমাদের পুরো টিম নিয়ে খেলতে হয়। কিন্তু ওয়ানডে বা টি-টোয়েন্টিতে একটা ব্যাটসম্যান কম বেশি নিয়ে খেলা যায়। টেস্টের ক্ষেত্রে ওই জিনিসটা লাগে। সেই দিক দিয়ে চিন্তা করে এটি বলেছি। উইকেট আগের থেকে ভালো করেছি আমরা। 


মন্তব্য
জেলার খবর