মন্তব্য
জাতীয় দলের নির্বাচক হওয়ায় সাবেক স্পিনার আব্দুর রাজ্জাককে অভিনন্দন জানিয়েছেন দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে রাজ্জাককে অভিনন্দন জানিয়ে স্ট্যাটাস দেন মাশরাফী।
মাশরাফী লিখেছেন, 'খান আবদুর রাজ্জাক (রাজ), বন্ধু একটু দেরি হয়ে গেল শুভ কামনা জানাতে। হয়তো আমার মতো অনেক মানুষ তোর এই অর্জনে খুশি হয়েছে তবে আমার যে জায়গাটায় সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে সেটা হলো তুই ক্রিকেট কতো গভীরে বুঝিস তা দেখানোর সুযোগ তুই এবার পেয়েছিস। জানি তুই তোর সেরাটাই দিবি, এবং সফলও হবি ইনশাআল্লাহ।'