মন্তব্য
প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষ দশে জায়গা করে নেয়ায় উচ্ছ্বসিত মেহেদী হাসান মিরাজ। ১৩ নম্বর থেকে আইসিসির ওয়ানডে বোলিং র্যাংকিংয়ের চার নম্বর অবস্থানে মিরাজ।
মেহেদী হাসান মিরাজ বলেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে খবরটা শুনে। আমি সত্যিই খুব খুশি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার সুযোগ পাব কিনা, তা জানতামই না। কিন্তু শেষ পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট পেয়েছি।'
মিরাজ আরও বলেন, 'মোস্তাফিজের সঙ্গে বয়সভিত্তিক দলে খেলেছি। আমার বন্ধুর সাফল্যে দারুণ খুশি আমি। অনেক দিন ও সেরা ছন্দ খুঁজে পাচ্ছিল না। এ সিরিজে সেটাই পেয়েছে। ও র্যাংকিংয়ে এগিয়ে যাওয়ায় গর্বিত আমি।'