মন্তব্য
অস্ট্রেলিয়ার জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন ভারতীয় কৃষক জোগা সিং সাঙ্ঘার ছেলে তানভীর। ১৯ বছর বয়সী তানভীর দ্বিতীয় ভারতীয় যিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলবেন।
১৮ জনের দলে সুযোগ পাওয়াহর পর স্বভাবতই আপ্লুত এই তরুণ। চলতি বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের হয়ে খেলেছেন তানভীর। আবির্ভাবেই ২১টি উইকেট নিয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে গেছেন।
তানভীর বলেন, 'ক্রিকেট অস্ট্রেলিয়ার ফোন পাওয়ার পর থেকেই যেন শূন্যে ভাসছি। এত কম বয়সে জাতীয় দলের সদস্য হতে পারব সেটা স্বপ্নেও ভাবিনি। তবে এবার সুযোগ পেলে পারফর্ম করার পালা।'