মন্তব্য
সিরিয়ার হাসাকা প্রদেশের ইয়ারুবা এলাকায় মার্কিন বাহিনী আরো একটি ঘাঁটি নির্মাণ শুরু করেছে। ইরাক সীমান্তের কাছে ইয়ারুবা এলাকাটি অবস্থিত।
ঘাঁটি তৈরির জন্য এরমধ্যে প্রয়োজনীয় সামরিক সরঞ্জামাদি সেখানে পৌঁছেছে। হাসাকা শহরের উত্তর পূর্বে অবস্থিত আল-মালিকিয়া এলাকা থেকে দশটি ট্রাকে করে এসব সরঞ্জাম নেওয়া হয়েছে।
সানা