মন্তব্য
গত এক বছরে রাশিয়ার জনসংখ্যা কমেছে প্রায় ৫ লাখ। গত ১৫ বছরের মধ্যে রাশিয়ায় প্রথমবারের মতো এ ঘটনা ঘটলো।
রাশিয়ার বর্তমান জনসংখ্যা ১৪ কোটি ৬২ লাখ। অন্য বছরের তুলনায় গত বছরের জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে ২ লাখ ২৯ হাজার সাতশ বেশি মানুষ মারা গেছে সে দেশটিতে। সেই হিসেবে দেশটিতে গতবছর ১৩ শতাংশ বেশি মানুষ মারা গেছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘ সময় ধরে জনসংখ্যা বাড়ানোর ব্যাপারে কথা বলছেন। তারপরও মৃত্যুর হার লাফিয়ে বেড়েছে, জনসংখ্যা সঙ্কুচিত হয়ে পড়েছে ক্রমাগত।
আলজাজিরা