ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের আগে তাপমাত্রা বাড়বে না

৩০ জানুয়ারী ২০২১

সারা দেশেই তাপমাত্রা কম, বেশি অনূভুত হচ্ছে শীতের তীব্রতা। কয়েকটি অঞ্চলে  শৈতপ্রবাহও বইছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে এই তাপমাত্রা । এরপরেই তাপমাত্রা বাড়তে শুরু করবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

 

বাড়তে শুরু করলে তাপমাত্রা কমার সম্ভাবনা আর তেমনটা নেই।তবে শীতের অনুভূতি একেবারে চলে যাবে না। থাকবে আরও কিছুদিন। রংপুর বিভাগ ছাড়াও গোপালগঞ্জ, সীতাকুণ্ড,  কুমিল্লা,  শ্রীমঙ্গল,  রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলগুলোর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে।

 

শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায়, ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহর ঢাকায় ১৩,  ময়মনসিংহে ১২ দশমিক ১, চট্টগ্রামে   ১৩ দশমিক ৪, সিলেটে ১৩ দশমিক ৫, রাজশাহীতে  ৯ দশমিক ৪,  রংপুরে ১০ দশমিক ৪, খুলনায় ১১ এবং  বরিশালে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

 

এমআই


মন্তব্য
জেলার খবর