আবারও বাড়লো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

৩০ জানুয়ারী ২০২১

কওমি ছাড়া সবধরনের সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেনে চলমান ছুটি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। ছুটিকালে নিজ নিজ বাসস্থানে  থাকতে হবে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। শুক্রবার (২৯ জানুয়ারি) ছুটি বাড়ানোর বিষয়টি জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়।

 

করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্যই ছুটি বাড়ানো হয়েছে।ছুটি চলাকালে  পাঠদান কার্যক্রম চলবে অনলাইনে। করোনার কারণে গত ৮ মার্চ থেকে চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত ছুটি ছিল এসব শিক্ষা প্রতিষ্ঠান। প্রথম ঘোষণার পর থেকে কয়েক ধাপে বাড়ানো এই ছুটির মেয়াদ শেষ হওয়ার আগের দিনে আবারও ছুটি বাড়ানোর ঘোষণা দেওয়া হলো।

 

ছুটিকালে শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থান নিশ্চিত করবেন অভিভাবকরা। শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানসহ  নিজেদের পাঠ্যবই অধ্যয়নের বিষয়টি অভিভাবকদের মাধ্যমে নিশ্চিত করবেন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। স্থানীয় প্রশাসন বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।

 

এমআই

 


মন্তব্য
জেলার খবর