মন্তব্য
কসোভোকে স্বীকৃতির বিনিময়ে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়তে যাচ্ছে কসোভো। ১ ফেব্রুয়ারি ভার্চুয়ালি অনুষ্ঠানে ইহুদি রাষ্ট্রের সঙ্গে সম্পর্কে স্বাভাবিক করছে দেশটি। ২৯ জানুয়ারি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ওই অনুষ্ঠানে কসোভোর পররাষ্ট্রমন্ত্রী মেলিজা হারাদিনাজ ও ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিয়েল আশকানাজী কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকরণে চুক্তি স্বাক্ষর করবেন।
কসোভোর পররাষ্ট্রমন্ত্রী বলেন, কসোভো ইসরাইলের স্বীকৃতি পাওয়া অন্যতম একটি অর্জন। আমাদের সব সময়কার বন্ধু যুক্তরাষ্ট্রের জন্যই এটা সম্ভব হয়েছে। সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রকেও ধন্যবাদ জানাই।