বর্তমান সরকারকে ফ্যাসিবাদী অভিহিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়েই বর্তমান সরকারকে পরাজিত করতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। শুক্রবার (৪ মার্চ) রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
ক্ষমতাসীনদের দুর্নীতির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ভালোয় ভালোয় বিদায় নিতে চাইলে দুর্নীতি বন্ধ করুন। না হলে পিঠের চামড়া থাকবে না আপনাদের। তিনি বলেন, মিথ্যা কথা বলে, জনগণকে ভুল বুঝিয়ে, প্রতারণা করে ক্ষমতায় আর টিকে থাকা যাবে না।
বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকারকে একটা নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আর নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করতে হবে। সেটিই আওয়ামী লীগের জন্য একমাত্র রক্ষার উপায়। এ ছাড়া কোনো উপায় নেই।
বিএনপি মহাসচিব তার বক্তব্যে আন্দোলনের জন্য নিজেদের পাশাপাশি দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ করতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহবান জানান ।
মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম সমাবেশে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুসহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।
এমকে