মন্তব্য
গত বছর সারা বিশ্বে ছড়িয়ে পড়া বর্ণবাদবিরোধী আন্দোলন ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। নরওয়ের এক আইনপ্রণেতা শনিবার এ তথ্য জানিয়েছেন।
‘ব্ল্যাক লাইভস ম্যাটার’কে মনোনয়ন দেয়া সমাজতন্ত্রী আইনপ্রণেতা পিটার এইডে বলেন, ‘বর্ণবাদ সংক্রান্ত অবিচারের ক্ষেত্রে এই আন্দোলন বিশ্বের সবচেয়ে শক্তিশালী আন্দোলনগুলোর একটি।’
তিনি আরও বলেন, ‘তারা অনেক দেশে ছড়িয়ে পড়ে। বর্ণবাদের অবিচারের বিরুদ্ধে লড়াইয়ে সচেতনতার গুরুত্ব তৈরিতে তারা ঐক্য গড়ে তোলে।’
এএফপি