পুলিশে দেয়ার হুমকি দিলো চোর!

৩১ জানুয়ারী ২০২১

ওরেগন অঙ্গরাজ্যের বেভারটন শহরে চার বছরের সন্তানকে গাড়ির ভেতর রেখে একটি দোকানে কিছু কেনাকাটা করছিলেন এক নারী। এসময় গাড়ির দরজা লক না করেই চলে যান তিনি, বন্ধ করেননি ইঞ্জিনও।

এই সুযোগটাই কাজে লাগায় চোর। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হুট করেই গাড়ির ভেতর উঠে বসে আর বসেই দেয় সজোরে টান। তবে কিছুদূর গিয়েই চোরটি বুঝতে পারে, সে যা চেয়েছে তারচেয়েও বেশি নিয়ে এসেছে। অর্থাৎ, শুধু গাড়িই নয়, এর সঙ্গে ছোট্ট একটা বাচ্চাও চলে এসেছে।

এরপরই ঘটে সেই অদ্ভুত ঘটনা। চোরটি গাড়ি ঘুরিয়ে আবারও দোকানের সামনে ফিরে আসে। বাচ্চাটিকে গাড়ির ভেতর একা রেখে চলে যাওয়ায় সে মাকে জ্ঞান দেয়, এমনকি তাকে পুলিশে দেওয়ারও হুমকি দেয়। চোরের আদেশে বাচ্চাটির মা তার সন্তানকে কোলে তুলে নেন আর সঙ্গে সঙ্গেই গাড়ি নিয়ে আবারও চম্পট দেয় সে।


মন্তব্য
জেলার খবর