রোববার সকাল ১০টা ৪০ মিনিটে হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ গাঙ্গুলি। নিজের গাড়িতে হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন। সম্পূর্ণ সুস্থ আছেন তিনি।
কলকাতা অ্যাপোলো হাসপাতালের ডাক্তাররা আগেই জানিয়েছিলেন, সৌরভ আগের চেয়ে অনেক ভালো রয়েছেন। ভালো সাড়া দিচ্ছেন। খুব দ্রুতই হাসপাতাল থেকে ছাড় দেয়া হতে পারে।
দুটি স্টেন্ট বসানোর পর থেকেই পরিস্থিতির উন্নতি ঘটতে শুরু করে সৌরভের শরীরে। বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবি শেঠির তত্ত্ববাধানে সৌরভের ধমনীতে স্টেন্ট দুটি বসানো হয়। এর ফলে তার তিনটি ব্লকেজেই স্টেন্ট বসানো সম্পন্ন হয়েছে।
২৭ জানুয়ারি বুকে ব্যথা অনুভব করায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ। ২৮ জানুয়ারি দুটো স্টেন্ট বসানো হয় তাঁর শরীরে। ২ জানুয়ারি প্রথমবার বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ। তখন একটি স্টেন্ট বসানো হয়।