ইসি সচিব বলছেন নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে

৩১ জানুয়ারী ২০২১

কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া  পৌরসভা নির্বাচনে তৃতীয় ধাপে ৬২ পৌরসভার  ভোট শান্তিপূর্ণভাবে হয়েছে। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় এই দাবি করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব  আলমগীর। শনিবার (৩০ জানুয়ারি) ভোট গ্রহণ শেষে প্রতিক্রিয়া জানান তিনি।

 

ইসির সিনিয়র সচিব বলেন, দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রয়েছে। ৮৫৪টি কেন্দ্রের মধ্যে ৮৫২টিতে ভোট ভালো হয়েছে। এদিকে, ভোটগ্রহণকালে বেশ কয়েকটি পৌরসভায় সহিংসতা সংঘটনের খবর পাওয়া গেছ।নানা অনিয়ম, এজেন্ট বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগে ১২ পৌরসভায় মেয়র পদের বিএনপির প্রার্থীরা ভোট বর্জন করেছেন।

 

এমআই

 


মন্তব্য
জেলার খবর