মন্তব্য
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয় করতে যাচ্ছেন নতুন আরেকটি সিনেমায়। সিনেমায় খাবার চোরের ভূমিকায় দেখা যাবে জয়া আহসানকে।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে ‘চালচিত্র’ সিনেমায় অভিনয় করবেন তিনি। সিনেমাটি নির্মাণ করবেন ভানু বসু।
জয়া আহসান প্রসঙ্গে ভানু বসু বলেন, ওর মধ্যে গ্রাম্য লুক ধরে রাখার ক্ষমতা আছে। বিসর্জন, বিজয়া, দেবীর মতো সিনেমা করেছে জয়া। ও নিজের স্টারডম ভেঙে ফেলতে পারে।