মন্তব্য
সাংসদ মিমি চক্রবর্তীর বিশেষ বন্ধু তুরস্কের লাইন প্রডিউসার মিলি গুলহান কিজিলকায়া। ‘গ্যাংস্টার’ সিনেমার চিত্রায়ণে গিয়ে তার সঙ্গে পরিচয় মিমির। চার বছর আগেও মিলি গুলহানের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছিল মিমির।
তুরস্কে নুসরাতের বিয়ের আয়োজনে উপস্থিত ছিলেন মিমির ঘনিষ্ঠ বন্ধু মিলি। একসঙ্গে রোমান্টিক নাচ করতেও দেখা গেছে তাদের। মিমির প্রথম গান ‘আনজানা’র শুটিং হয়েছিল তুরস্কে। সেখানেও নাকি বিশেষ সহযোগিতা করেছিলেন তার বন্ধু মিলি।