মন্তব্য
ব্রিসবেন হিটের বিপক্ষে ম্যাচে ব্যাট করার সময় আচমকাই উসমান খাজাকে প্যাডজোড়া খুলে ফেলতে দেখা যায়। পরে একে একে বুট খোলার পর তিনি ট্রাউজারও খুলে ফেলেন।
জার্সির সঙ্গে শুধু অন্তর্বাস পরে তাকে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। খেলাও বন্ধ থাকে ততক্ষণ। আসলে খাজা অ্যাবডোমেন গার্ড বদলাতে চাইছিলেন।
ড্রেসিংরুম থেকে সতীর্থ ক্রিকেটার নতুন অ্যাবডোমেন গার্ড নিয়ে আসার পর একে একে পুনরায় সবকিছু পরে নেন তিনি।