মন্তব্য
মিয়ানমার সেনাবাহিনীর সামরিক অভ্যুত্থানের নিন্দা জানিয়ে অস্ট্রেলিয়া বলছে, সু চিসহ আটক হওয়া সব নেতাকে তাৎক্ষণিকভাবে মুক্তি দিতে হবে। একই সঙ্গে দেশের ক্ষমতা দখলের বিষয়েও মিয়ানমারের সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরিস পাইন এক বিবৃতিতে বলেন, আইনের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা মিয়ানমার সেনাবাহিনীকে আহ্বান জানাচ্ছি। আইনি ব্যবস্থার মাধ্যমেই বিরোধ নিরসন এবং যেসব বেসামরিক নেতাকে বেআইনিভাবে আটক করা হয়েছে তাদের তাৎক্ষণিক মুক্তি দিতে হবে।
মেরিস পাইন বলেন, ‘২০২০ সালের জাতীয় নির্বাচনের ফলাফল অনুযায়ী শান্তিপূর্ণ সরকার গঠনের প্রতি আমাদের দৃঢ় সমর্থন রয়েছে।’