২৪ ঘণ্টায় ১৬ করোনা রোগীর মৃত্যু

০১ ফেব্রুয়ারী ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১৬ জনের মৃত্যু হয়েছে।নমুনা পরীক্ষায় ৩৬৯ জনের করোনা শনাক্ত
হয়েছে।সুস্থ হয়েছেন ৪৪৭ জন করোনা রোগী।রোববার (৩০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য
জানায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৩৫ হাজার ১৩৯ জনের। এর মধ্যে মারা গেছেন
৮ হাজার ১২৭ জন। সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৭৪৪ জন। এখন পর্যন্ত ৩৬ লাখ ৫১ হাজার ৭২২টি নমুনা পরীক্ষা করা
হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ৬৫।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ২৮৫টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার
২২৫টি। শনাক্তের হার ৩ দশমিক ০২। মৃতদের মধ্যে ১৪ জন পুরুষ,২ জন নারী। বিভাগ ভিত্তিক ঢাকায় ১১ জন এবং
রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর ও বরিশালে একজন করে রয়েছেন। প্রত্যেকেই মারা গেছেন হাসপাতালে।
এমআই


মন্তব্য
জেলার খবর