তিস্তার  বিষষটি জোর দিয়েই বলা হয়েছে  দিল্লিকে

০১ ফেব্রুয়ারী ২০২১

আগামী মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকালে তিস্তা চুক্তি স্বাক্ষর করার  ইচ্ছার কথা দিল্লিকে জানানো হয়েছে। বিষষটি জোর দিয়েই বলা হয়েছে দিল্লিকে। রোববার (৩১ জানুয়ারি) দিল্লি সফরান্ত সংবাদ সম্মেলনে এই কথা জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।২৮-৩১ জানুয়ারি পর্যন্ত দিল্লি সফর করেন পররাষ্ট্র সচিব।

পররাষ্ট্র সচিব জানান, বিষয়টি একটি পর্যায়ের পর যে আর অগ্রগতি হচ্ছে না, সেটি তাদের জানিয়েছি। ভারতীয় পক্ষ বলেছে তাদের বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা হয়েছে এবং আশ্বস্ত করেছে। তবে এ ধরনের আশ্বাস তারা আগেও দিয়েছে, এবারও দিয়েছে।

 

পররাষ্ট্র সচিব জানান, পশ্চিমবঙ্গে আগামী এপ্রিলে নির্বাচন হবে। নির্বাচনের সময় এটি (তিস্তা চুক্তি) ডিফিকাল্ট হয়ে যায়। আমাদের অনুষ্ঠান মার্চে এবং তাদের নির্বাচন এপ্রিলে। সেদিক থেকে একটি চ্যালেঞ্জ আছে। তিনি আরও বলেন, নির্বাচনের কারণে যদি আমাদের চাওয়াটা অপূর্ণ থেকে যায়, তবে হতাশা থাকবে। তবে আমরা আশাবাদী থাকতে চাই।

 

এমআই


 


মন্তব্য
জেলার খবর