সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

০১ ফেব্রুয়ারী ২০২১

চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল রোববার (৩১ জানুয়ারি), ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামের রাজারহাটে এই তাপমাত্রা রেকর্ড হয়। রাজার হাটের বাইরেও সারা দেশের তাপমাত্রা কম ছিল। বেশ কয়েকটি এলাকায় বইছে তীব্র  ও মৃদ থেকে মাঝারি শৈত্য প্রবাহ। ফলে শীতের মাত্রাতিরিক্ত তীব্রতায় জবুথবু হয়েছে সাধারণ মানুষ।এটি আবহাওয়া আরও দুই দিন অব্যাহত থাকতে পারে।

 

এই দিন রাজশাহীতে ৫ দশমিক ৭, ঈশ্বরদীতে ৬ দশমিক ২, সৈয়দপুর ও বদলগাছিতে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ২২ জেলার তাপমাত্রা  ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে।  ১০ ডিগ্রি তাপমাত্রা ছিল ৪ জেলায় আর ১১ ডিগ্রির মধ্যে ছিল ৬ জেলার তাপমাত্রা।

 

কুড়িগ্রাম ও রাজশাহী জেলার ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বইছে। ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শ্রীমঙ্গল, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা,  কুষ্টিয়া, বরিশাল ও ভোলা অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বইছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বিভাগীয় শহর ঢাকায় ১১ দশমিক ৭,  ময়মনসিংহে ৯ দশমিক ৫, চট্টগ্রামে ১৫ দশমিক ১, সিলেটে ১৩ দশমিক ৫, রংপুরে ৭ দশমিক ২, খুলনায় ১০ এবং বরিশালে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

 

এমআই


মন্তব্য
জেলার খবর