মন্তব্য
চলতি জানুয়ারি থেকে নিয়মিত মেয়াদি ঋণের অবশিষ্ট কিস্তি পরিশোধে বিদ্যমান সময়ের ৫০ শতাংশ বাড়ানো হয়েছে। করোনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সুবিধার্থে ব্যাংকগুলোকে এই কথা জানিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।রোববার (৩১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এরূপ বর্ধিত সময়সীমা কোনোভাবেই দুই বছরের বেশি হবে না। প্রসঙ্গত, করোনাকালে অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় ঋণ গ্রহীতাদের সুবিধার্থে গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কিস্তি পরিশোধের ওপর বিশেষ ছাড় দেয় বাংলাদেশ ব্যাংক।
এমআই