দক্ষ নেতৃত্বের অভাবে দেশে বিরোধী দলগুলো জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৩১ জানুয়ারি) বঙ্গবন্ধুর নামে একটি ওয়েবসাইট উদ্বোধন এবং জাতির পিতার ভাষণের ডিজিটাল সংকলন প্রকাশ অনুষ্ঠানে এই মন্তব্য করেন। খবর বাসস।
প্রধানমন্ত্রী বলেন, এখন বিরোধী দল বলে যে দলগুলো রয়েছে, তাদের নেতৃত্ব সেভাবে নেই। কিন্তু গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল অবশ্যই দরকার। এতে কোনো সন্দেহ নেই। তিনি বলেন, দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার ক্ষেত্রে সংসদের ভূমিকা রয়েছে। কারণ সংসদে জনপ্রতিনিধিরা আসেন এবং জনগণের কথা বলার সুযোগ পান। সংসদের বিরোধী দলে থাকাকালীন দল ও নিজের তিক্ত অভিজ্ঞতা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যে কারণে আমরা কিন্তু আর সে ধরনের সমস্যার সৃষ্টি করি না। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং সংসদ সদস্য নাবিল আহমেদ অনুষ্ঠানে বক্তব্য দেন। চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন এসময় মঞ্চে উপস্থিত ছিলেন।
এমআই