মন্তব্য
মিয়ানমারের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যশেলেত।
মিশেল ব্যশেলেত বলেছেন, মিয়ানমারের বেসামরিক সরকারকে অপসারণ, সু চিসহ কয়েক ডজন রাজনৈতিক নেতা, মানবাধিকারকর্মী, সাংবাদিক এবং অন্যদের নির্বিচারে আটকের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। নির্বাচিত সংসদ সদস্যসহ কমপক্ষে ৪৫ জনকে আটক করা হয়েছে- এমন রিপোর্টে আমি শঙ্কিত। আমি তাদের তাৎক্ষণিক মুক্তির আহ্বান জানাই।
মিশেল ব্যশেলেত আরো বলেছেন, সাংবাদিকদের হয়রানির শিকার হওয়ার ঘটনা নিয়েও প্রতিবেদন প্রকাশ পেয়েছে। ইন্টারনেট ও সোস্যাল মিডিয়ায়ও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই ঘটনাগুলো এমন ভীতিজনক সময়ে তথ্য পাওয়ার সুবিধা ও বাকস্বাধীনতাকে সীমাবদ্ধ করবে।