অনেক মানুষ মেসির ক্ষতি করতে চায়

০২ ফেব্রুয়ারী ২০২১

চার বছরে বার্সেলোনার কাছ থেকে প্রায় ৫৫ কোটি ইউরো বা ৫৭ হাজার কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন লিওনেল মেসি- শনিবার ফাঁস হয়ে গেছে এ তথ্য। বার্সা কোচ রোনাল্ড কোম্যানের মতে, পারিশ্রমিকের বিষয়টি যে বা যারাই ফাঁস করেছে, তারা বার্সেলোনায় টিকতে পারবে না।

তিনি বলেন, যিনি এই খবরটি ফাঁস করেছে, বার্সেলোনায় তার কোনো ভবিষ্যত নেই। সংবাদমাধ্যমে মেসির ব্যাপারে যাই এসেছে, তা খুব ভালো কিছু হয়নি। মানুষ ইচ্ছে করে মেসিকে দুঃখ দিতে চায়। আমরা জানার চেষ্টা করছি, খবরটা বাইরে এলো কীভাবে। অনেক মানুষ আছে যারা মেসি ও বার্সার ক্ষতি করতে চায়।’

 


মন্তব্য
জেলার খবর