পিএসজিতেই থাকবেন নেইমার

০২ ফেব্রুয়ারী ২০২১

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার বলছেন, প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) ক্লাব ছাড়ার ইচ্ছে নেই তার। শুধু তাই নয়, তিনি তার ‘ভাই’কেও এই ক্লাবেই দেখতে চান।

ফরাসি টেলিভিশন টিএফ ওয়ানকে নেইমার বলেন, ‘এই মুহূর্তে আমি খুবই খুশি। সবকিছুতেই অনেক পরিবর্তন এসেছে। এই অনুভূতি আমি বলে বোঝাতে পারব না। আমি এখানে অনেকটাই মানিয়ে নিয়েছি, সব মিলিয়ে আমি এখানেই থাকতে চাই।’

শুধু নেইমার একা নন। সঙ্গে ফরাসি তারকা কিলিয়ান এমবাপেকেও ভবিষ্যতে ক্লাবের সঙ্গেই দেখতে চান তিনি। নেইমার বলেন, ‘আমি আশা করি এমবাপেও আমাদের সঙ্গে এখানেই থেকে যাবে। অবশ্যই এটা সমর্থকদেরও চাওয়া। আমরা পিএসজিকে একটি অসাধারণ দল হিসেবেই সবসময়ই দেখতে চাই।’

 


মন্তব্য
জেলার খবর