২৪ ঘণ্টায় ১০ করোনা রোগীর মৃত্যু

০২ ফেব্রুয়ারী ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে ১০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৪৪৩ জনের। করোনা আক্রান্ত  ৪৭২ জন ফিরে পেয়েছেন সুস্থতা।সোমবার (১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৩৫ হাজার ৫৮২ জনের। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ১৩৭ জন। সুস্থ হয়েছেন ৪ লাখ ৮০ হাজার ২১৬ জন। এখন পর্যন্ত ৩৬ লাখ ৬৪ হাজার ১৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।  ১৪ দশমিক ৬২ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৫৫৬টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৪৭৫টি। শনাক্তের হার ৩ দশমিক ৫৫। মৃতদের মধ্যে ৯ জন পুরুষ এবং একজন নারী। বিভাগ ভিত্তিক ঢাকায় ৭ জন এবং চট্টগ্রাম, সিলেট ও বরিশালে একজন করে রয়েছেন। সবাই হাসপাতালে মারা গেছেন। 

 

এমআই  


মন্তব্য
জেলার খবর