পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত অন্তত ৫৬

০৫ মার্চ ২০২২

পাকিস্তানের পেশোয়ারে একটি শিয়া মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ৫৬ জন নিহত হয়েছে বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে। জুমার নামাজের সময় মসজিদটির ভেতরে সন্দেহভাজন আত্মঘাতী বোমা বিস্ফোরণের এ ঘটনায় আরও অন্তত ৫০ জন আহত হয়েছে।

 

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তবে এখনো কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে সাম্প্রদায়িক সহিংসতায় বহু মানুষ মারা গেছে, যাদের উল্লেখযোগ্য অংশ শিয়া সম্প্রদায়ের।

 

প্রত্যক্ষদর্শীদের একজন জাহিদ খান বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘দু'ব্যক্তি মসজিদে ঢোকার আগে পুলিশকে লক্ষ্য করে গুলি করতে দেখেছি আমি। কয়েক সেকেন্ডের মধ্যেই বড় বিস্ফোরণ হলো।’

 

বিস্ফোরণে আশেপাশের ভবনগুলোরও জানালা উড়ে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার তৎপরতায় যোগ দেয়। তারা গাড়ী ও বাইকে করে আহতদের হাসপাতালে নিয়ে যায়।

 

পেশোয়ারের লেডি রিডিং হসপিটালের মুখপাত্র মুহাম্মদ অসিম খান বলেছেন, তারা হাসপাতালে জরুরি পরিস্থিতি ঘোষণা করেছেন।

 

সূত্র : বিবিসি


মন্তব্য
জেলার খবর