দেশ কাঁপছে বিদায়কালের শীতে

০২ ফেব্রুয়ারী ২০২১

মাঘের শীতে বাঘ কাঁপে- প্রবাদটি প্রমাণ করছে চলতি মৌসুমের শীত।চলে যাওয়ার আগে শীতের দাপটে কাঁপছে গোটা দেশ।সোমবার (১ ফেব্রুয়ারি)  মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বিভিন্ন অঞ্চলে।প্রায় সারা দেশের ওপর দিয়ে বইছে তীব্র শৈত্যপ্রবাহ। আরও দুই দিন অব্যাহত থাকতে পারে এই পরিস্থিতি।এমটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

 

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে, ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।বিভাগীয় শহর ঢাকায়ও রেকর্ড হয়েছে বছরের সর্বনিম্ন তাপমাত্রা, ১০ ডিগ্রি সেলসিয়াস।শ্রীমঙ্গলের পরেই  সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।৬ ডিগ্রিতে ছিল রাজারহাট, রাজশাহী, বগুড়া, ঈশ্বরদী ও সৈয়দপুরের তাপমাত্রা। ৭ ডিগ্রিতে ছিল ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, কুমিল্লা, বদলগাছি, তাড়াশ, রংপুর, দিনাজপুর, তেঁতুলিয়া, ডিমলা, যশোর ও বরিশালের তাপমাত্রা। ৮ ডিগ্রিতে ছিল টাঙ্গাইল, নিকলি, ময়মনসিংহ, নেত্রকোনা, কুমারখালী ও ভোলা। ৯ ডিগ্রির মধ্যে ছিল রাঙামাটি, ফেনী, সাতক্ষীরা, খুলনা, পটুয়াখালী ও খেপুপাড়া।  ঢাকার বাইরে ১০ ডিগ্রির মধ্য ছিল সন্দ্বীপ, হাতিয়া, চাঁদপুর, সিলেট ও মোংলার তাপমাত্রা।

 

নীলফামারী, চুয়াডাঙ্গা ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগসহ সীতাকুণ্ড, রাঙামাটি, কুমিল্লা, ফেনী, সন্দ্বীপ, হাতিয়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়েছে।

 

এমআই 


 


মন্তব্য
জেলার খবর